বরকলে ৮ লাখ টাকার ভারতীয় মালামালসহ আটক ২

Published: 19 Jan 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণায় ভারতীয় মালামালসহ দুজনকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।


পুলিশ জানায়, বৃহস্পতিবার বরকল উপজেলার সীমান্তবর্তী ঠেগামুখ থেকে আসা একটি বোটে ছোট হরিণা চেক পোষ্টে তল্লাশি চালায় ২৫বিজিবির সদস্যরা। এসময় বোট ও ব্যাগ থেকে ভারতীয় জর্দা, চন্দনসহ প্রায় ৮ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারতীয় মালামাল পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়। তারা হল অংথোয়াই মারমা(৩৮) ও পয়াদ্বীপা মারমা(৩৩)। তাদের বরকল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বরকল থানার এইআই রমিজ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের থানার কাষ্টরীতে রাখা হয়েছে। শুক্রবার তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত