রাঙামাটি ষ্টেডিয়াম গ্যালারী থেকে এক যুবকের লাশ উদ্ধার

Published: 20 Jan 2017   Friday   

শুক্রবার সকালে রাঙামাটি ষ্টেডিয়ামের গ্যালারী থেকে জাকির হোসেন(৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী ঢাকার অদূরে কাচপুর এলাকায় এবং মৃত রজব আলীর ছেলে। 


রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি ষ্টেডিয়ামের গ্যালারীতে পড়ে থাকা নিহত জাকির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় নিহত যুবকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল সেট পাওয়া গেছে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে রিপোর্ট হাতে পেলেই ওই যুবকের মৃত্যুর আসল কারন জানা যাবে।


তিনি আরো জানান, ইতোমধ্যে নিহত যুবকের আত্বীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রাঙামাটির উদ্দেশ্য রওনা দিয়েছেন।


এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে জিমনেসিয়াম সংলগ্ন রাঙামাটি ষ্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান ব্যায়াম করতে আসা কয়েকজন। এরপর বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আনা হয়। পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত