৪৮ ঘন্টার মধ্যে আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতারের অাল্টিমেটাম

Published: 20 Jan 2017   Friday   

জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরে আবারও বিক্ষোভ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরীর উপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ির নারিকেল বাগান এলাকায় প্রতি পক্ষের হামলায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী গুরুত্বর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন। তবে এই ঘটনায় তার লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।


বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ মিলিত হয়।


সমাবেশ বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মংসেপ্র“ চৌধুরী (অপু), পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক জাবেদ হোসেন এবং জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা জেলার আইন শংখলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করে বলেন, পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনী জেলা শহরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করছে না। তাছাড়া দিবালোকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে নির্মমভাবে নির্যাতন করে মেয়র নিজে হাসপাতালে ভর্তি করার মতো ফিল্মি স্টাইলের অপরাধ করে চললেও প্রশাসন নির্বিকার।


এদিকে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ শেষ হবার পর পর বহিস্কৃত সাধারন সম্পাদক জাহেদুল আলম ও মেয়র রফিকুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০টি মোটর সাইকেল নিয়ে একটি বহর শহরে মহড়া দিয়ে ঘুরে বেড়ায়।


খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, জাবেদ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জাহেদুল আলম, রফিকুল আলম ও কসাই দিদারসহ ৩৮ জনের নাম উলে¬খ করে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত