খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলা,প্রতিবাদ-মিছিল

Published: 20 Jan 2017   Friday   

শুক্রবার দুপুর পৌনে ১২টার খাগড়াছড়িতে আদালত সড়ক এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইছ উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার খাগড়াছড়িতে আদালত সড়ক এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রইছ উদ্দিনের উপর সন্ত্রাসীর হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে  ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন ময় ত্রিপুরা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের বাম হাতের কব্জির পাশে একটি হাড় ভেঙ্গে গেছে।

 

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানানিয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো জাহেদুল আলম ও পৌরসভার মেয়র রফিকুল আলম রইছ উদ্দিনকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের দায়ী করে শ্লোগান দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

 

প্রতিবাদে বিকালে খাগড়াছড়ি শহরে এক বিক্ষোভ মিছিল বের করে ও সমাবেশ করা হয়েছে। সমাবেশে জাহেদুল আলম বলেছেন দেশের মুক্তিযোদ্ধাদের উপর হামলা নেক্কারজনক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠিন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবে।

 

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেছেন দেশের স্বাধীনতা রক্ষাকারী খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বরবরজিত হামলার তীব্র নিন্দা অনতিবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত