রাঙামাটিতে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

Published: 21 Jan 2017   Saturday   

রাঙামাটি পৌরসভাস্থ রাঙ্গাপানি এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র(এলজি) সহ প্রিয়লাল চাকমা(৫৩) ওরফে মেজর নামে একজনকে গ্রেফতার করেছে।  গেল শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। শনিবার তাকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে রাঙামাটি শহরের রাঙ্গাপানির বাড়িতে প্রিয় লাল চাকমা বাড়ীতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলেও আগেই থেকে বাড়িটি ঘিরে ফেলা হয়। এসময় তার বাড়ী থেকে একটি দেশীয় বন্দুক (এলজি)সহ তাকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে প্রিয় লাল চাকমা ওরফে মেজর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির( জেএসএস) মিলিশিয়া বাহিনীর একজন শীর্ষ ক্যাডার বলে স্বীকার করেছেন।


সুত্র আরো জানায়, গ্রেফতারকৃত প্রিয় লাল চাকমা মৃত কমলা কান্ত চাকমার ছেলে। তার গ্রামের বাড়ী সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ভিজাকিজিং এলাকায়। বর্তমানে তিনি রাঙামাটি সদরের রাঙ্গাপানি এলাকায় বসবাস করছেন বলে জানান থানার উপ-পরিদর্শক।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মোকাদ্দম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে অস্ত্রসহ আজ শনিবার দুপরের দিকে রাঙামাটি কতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত