নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

Published: 22 Jan 2017   Sunday   

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে প্রচন্ড শীতে আগুন পোহাতে গিয়ে ৫০ বছরের এক বৃদ্ধ মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটান ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা মংক্য সি মার্মা (৫০) শনিবার ভোরে মদ্যপ অবস্থায় নিজ বসতবাড়ির সামনে আগুন পোহাতে গিয়ে মাতাল অবস্থায় আগুনে পড়ে যান।

 

এসময় আশ পাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মংয় ওই গ্রামের থি অং মার্মার ছেলে। এ ঘটনার পর ওই গ্রামে শোকের ছায়া নেমে এসছে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয়রা। জানতে চাইলে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহান মার্মা বিষয়টি অবগত নন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত