রাঙামাটিতে শনিবার থেকে তিন দিন ব্যাপী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “তৃণমূল তথ্য জানালা কর্মসূচী” আওয়াতায় শনিবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন তৃনমূল তথ্য তথ্য জানালার কর্মসূচীর সহযোগী গবেষনা কর্মকর্তা মোঃ কাউসার উদ্দিন মাররুফ। রউপস্থিত ছিলেন তৃনমূল তথ্য জানালার কর্মকর্তা ও সাংবাদিক মোশারফ হোসেন ইউসুফ, সোহেল রানা, উদ্যোক্তা ও মাষ্টার ট্রেনার সুমন্ত চাকমা।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে আগামীতে ইনফো লিডারেরা ভূমিকা পালন করবে। এই ইনফো লিডারেরা সরকারের সাফল্য ও এলাকার সম্ভাবনা তুলে ধরবে। তাই সরকার ইউডিসির উদ্যোক্তাদের দশ হাজার ইনফো লিডার তৈরীর কাজ বাস্তবায়ন করছে।
উল্লেখ্য প্রশিক্ষণে রাঙামাটি জেলার দশ উপজেলার ৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার লেখা ও আউট সোসিং, ই-কমার্স কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.