বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত ৯

Published: 21 Jan 2017   Saturday   

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় আহত নয়জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে বান্দরবান আসার পথে বান্দরবানের লালব্রীজ এলাকায় নির্মাণ সামগ্রী বোঝাই একটি পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে বান্দরবান আসার পথে বান্দরবানের লালব্রীজ এলাকায় নির্মাণ সামগ্রী বোঝাই একটি পিক আপ (চট্টগ্রাম অ-০৫০০০৪)নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে পিক আপে থাকা নয় শ্রমিক গুরুতর আহত হয় । এসময় গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক মো:সাবদু(৪৫) নাদেরআলী(২২) মো:জাহাঙ্গীর(২৭) ফিরোজ(২২) মহরম আলী(২২) মো:ইসহাক(৬০) কমল সরদার(৩০) মোরশেদ(১৫) মো:শহীদ(৪০)। ঘটনার পরপরই পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশংকাজনক অবস্থায় গুরুতর আহতদের মধ্যে মো:ইসহাক, কমল সরদার, মোরশেদ, ও মো:শহীদকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত  চিকিৎসক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত