মুক্তিযোদ্ধা কমান্ডার’র উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Published: 21 Jan 2017   Saturday   

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার’র উপর হামলা ও মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ও সরকারী সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হওয়ার প্রতিবাদে যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

 

শনিবার জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো হারুন মিয়া।

 

এসময় তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার জেলা প্রশাসক কার্যালয় গেইটের সামনে শহীদ মিনার সংলগ্ন এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন’র উপর কতিপয় সন্ত্রাসী বর্বোরচিত হামলা চালিয়েছে। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে সাবেক জেলা ডিপুটি কমান্ডার মো আবু হানিফ, সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান, পানছড়ি উপজেলা কমান্ডার মো মনিরুজ্জান ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে রবিবার খাগড়াছড়িতে হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক জেলা ডিপুটি কমান্ডার মো আবু হানিফ জানান, রোববার কোন হরতাল নেই, কে দিয়েছে তাও তিনি জানেন না তারা।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত