রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে কাঙগেলছড়িতে দুর্বৃত্তদের একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ

Published: 23 Jan 2017   Monday   

রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ির কাঙগেলছড়ি এলাকায় আজ সোমবার ভোরে দুর্বৃত্তরা একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে দিয়েছে।

 

এদিকে,ট্রাক পুড়িয়ে দেয়ার প্রতিবাদসহ  কয়েকটি দাবীতে বাস-ট্রাক-সিএনজি ঐক্যজোটের নেতৃবৃন্দের সিদ্ধান্তে রাঙামাটি শহরে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান। 


পুলিশ জানায়, আজ সোমবার ভোর ৫টার দিকে দুটি ট্রাক মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি সড়ক হয়ে মহালছড়ি উদ্দেশ্য যাচ্ছিল। এসময় রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ির মাঝামাঝি কাঙগেলছড়ি এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত মালবাহী একটি ট্রকে অগ্নিসংযোগ করে দিলে তা সম্পুর্ণ পুড়ে যায়। তবে অপর ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলেও সেটি স্থানীয় লোকজন ও মালবাহী ট্রাকে লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

 

অপরদিকে একটি সূত্র জানিয়েছে, পর্যটকবাহী কয়েকটি গাড়ি থামিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।

 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটি সড়ক হয়ে মহালছড়ির যাওয়ার পথে বেতছড়ির মাঝামাঝি কাঙগেলছড়ি দুর্বৃত্ত মালবাহী একটি ট্রকে অগ্নিসংযোগ দিয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।

 

পুড়ে যাওয়া ট্রাকের মালিক রিন্টু  বিশ্বাস জানান, গতকাল ভোরে কাঠালতলী এলাকায় ১৪ থেকে ১৬ জনের একদল সন্ত্রাসী গাড়ী গতিরোধ করে পেয়াজ,আলু শুকতিসহ  মোদির  দোকানের সামগ্রী ভর্তি ট্রাক পুড়ে দেয়। ট্রাকটিতে প্রায় ১২ লাখ টাকার মালামাল ছিল। তিনি আরো জানান, এ সময় সন্ত্রাসীরা ট্রাকে থাকা লোকজনদের মারধর করে। এতে দুজন আহত হয়েছেন। তবে আহতদের নাম তিনি জানাতে পারেননি।

 

এ ঘটনায় জেলা প্রশাসন কার্যালয়ে বাস ট্রাক ও সিএনজি ঐক্যজোট ও শ্রমিক নেতাদের নিয়ে জরুরী বৈঠকে বসেন। বৈঠকে জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহসহ বাস ট্রাক ও সিএনজি ঐক্যজোট ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে অটোরিক্সা চলাচলের সিদ্ধান্ত  হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত