রাঙামাটির পৌর সভা কর্তৃপক্ষের সনাকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: 23 Jan 2017   Monday   

সোমবার ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদশে (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষের সাথে মতনিবনিময় সভার আয়োজন করা হয়।

 

পৌর সভা কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর  মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সহসভাপতি অমলেন্দু হাওলাদার। বক্তব্য রাখেন ৯ নংওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন, ৮ নংওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা এবং সনাক সদস্য মোহাম্মদ আলী। এসময় পৌর সভার কাউন্সিলর, সচিব, প্রশাসনিক কর্মকর্তা  ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

মতবিনিময় সভার সভাপতি উদ্বোধনী বক্তব্যের পর বিগত সভারঅ ালোচনা ও সিদ্ধান্তসমূহ পাঠকরেন ইয়েস সদস্য সুশীল কাšি Íচাকমা। বিগত সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনায় সভার সভাপতি পৌর মেয়রবলেন, বর্তমানে পৌরসভার ১৩ টি রাস্তার উন্নয়ন কাজের মধ্যে ১২ টি শেষ হয়েছে এবং রিজার্ভ বাজারের রাস্তার কাজ আগামী মাসে সমাপ্ত হবে। পাবলিক টয়লে টনির্মান প্রসঙ্গে  তিনি বলেন,আগামী মাসে পর্যটন এলাকা ও রাঙামাটি সরকারী কলেজ গেইট এলাকায় নারী ও পুরুষে রজন্য পৃথক টয়লেট এবং রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় একটি পাবলিক টয়লেট নির্মানের পরিকল্পনা রয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনায় বর্তমানে বর্জ্যে অপসারণের জন্য ৪ টি গাড়ির মধ্যে ৩ টি সচল রয়েছে।

 

সভায় তথ্য অধিকারআইন ২০০৯ অনুযায়ী আবেদনকৃত আবেদন ফরম ও চাহিদা মোতাবেক তথ্য প্রদানের রেজিস্টার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকতার কাছে রাখা হয় না বলে সনাকে রপক্ষ থেকে তা উত্থাপন করা হয়। এতে মেয়র উক্ত রেজিস্টার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার কাছে থাকবে বলে জানান।

 

সভায় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি দুর করার জন্য জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ ও ট্রেড লাইন্সেস ফি নির্ধারিত কক্ষের সামনে প্রদর্শন করা হবে আশ্বস্ত করেন।

 

পৌর মেয়র বলেন দেশের অন্যান্য দেশের তুলনায় পার্বত্য এলাকার পৌর সভার কার্যক্রম এবং আয়ের ক্ষেত্রে পার্থক্য রয়েছে তথাপি পৌর সভার সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন এবং যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়নে পদক্ষেপ  নেবেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত