লামায় এগ্রো ফার্মের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Published: 23 Jan 2017   Monday   

সোমবার লামার উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় আব্দুল আজিজ (২৭) নামের এক মুরগি ফার্মের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানান, ৫/৬ দিন আগে নিহত আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মে কাজ করতে আসে। ফার্মটির মালিক চট্টগ্রামের পদুয়া এলাকার আলহাজ্ব আজিজুল হক। সোমবার সকালে ফার্মের পিছনে গাছের সাথে লাশটি ঝুলে থাকতে দেখে ফার্মের অন্যান্য কর্মচারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানায়। খবর পেয়ে সরই পুলিশ ফাঁড়ির থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়ি এলাকার মুফতি ফরিদ উদ্দিনের ছেলে।

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত