ট্রাকে অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে পার্বত্য শ্রমিক পরিষদসহ তিনটি সংগঠনের প্রতিবাদ সভা

Published: 24 Jan 2017   Tuesday   

রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ির সড়কের নানিয়ারচর উপজেলায় কাঠালতলী এলাকায় পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য শ্রমিক পরিষদসহ তিনটি সংগঠন প্রতিবাদ সভা করেছে।

 

পার্বত্য শ্রমিক পরিষদের  জেলা শাখার সভাপতি  মোঃ রাসেল ইসলাম সাগর ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,   শহরের কাঠালতলীস্থ পার্বত্য গণ পরিষদের জেলা শাখার কার্যালয়ে প্রতিবাদ সভায় পার্বত্য শ্রমিক পরিষদের জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ পারভেজ তালুকদার।

 

এসময় পার্বত্য গণ পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, পার্বত্য শ্রমিক পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক বাবু বিশ্বজিৎ সেন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রিগ্যান এবং পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সিকদার , জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ তিন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাস মুক্ত ও  ট্রাক পুড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত