রাঙামাটিতে ২৫ জানুয়ারী থেকে দুদিন ব্যাপী ল্যাপটপ মেলা শুরু হচ্ছে

Published: 24 Jan 2017   Tuesday   

আগামী ২৫ জানুয়ারী থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে প্রথম ল্যাপটপ মেলার আয়োজন উপলক্ষে সংবাদ সন্মেলেনর আয়োজন  করা হয়।

 

মঙ্গলবার রাঙামাটি শহরের নিউমার্কেটস্থ আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে এ কথা জানানো হয়েছে।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, বিআইডিডি আইসিটি প্রকল্প ও স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আসুস ল্যাপটপ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। ২৫ থেকে ২৬ জানুয়ারি দু’দিনব্যাপী আসুস ল্যাপটপ মেলা চলবে সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত। মেলায় পছন্দের ল্যাপটপ নির্বাচন করতে পারবেন। এতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের ল্যাপটপ মিলবে। ল্যাপটপ বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় উপহার। এছাড়া মেলায় প্রবেশ কুপনে থাকছে র‌্যাফেল ড্র’য়ের মাধ্যমে আকর্ষণীয় উপহার ট্যাব।


সংবাদ সন্মেলনে অরো বলা হয়,মেলা চলাকালীন পাশের হলরুমে চলবে ফ্রি ওয়ার্কশপ। সেখানে আউটসোর্সিং নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হবে। এছাড়া মেলায় দর্শনার্থীদের মধ্য হতে আগ্রহীদের জন্য ১০ দিন ব্যাপী ফ্রি বেসিক আউটসোর্সিং কোর্সের সুযোগ রয়েছে।


সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর কলেজের প্রভাষক ও আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, বিআইডিডি চেয়ারম্যান সুব্রত রাহা, আসুস’এর সহকারী উৎপাদন ব্যবস্থাপক ইউসুফ জামিল ফারুকি ও উৎপাদন ব্যবস্থাপনার শাওন হোসেন ফাহাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিডি’এর চিফ ফোকাল্টি এইচএম মহিউদ্দিন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত