খাগড়াছড়িতে রাজনীতিতে নারীদের অংশ গ্রহনে বৃদ্ধির আহ্বান

Published: 25 Jan 2017   Wednesday   

রাজনীতিতে নারীদের অংশ্রগ্রহন বৃদ্ধিকরণ এবং সকল স্তরের নির্বাচনী সহিংসতায় না বলার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে উইমেন্স অ্যাকটিভ ভয়েস ইন ইলেকশনস্ এ্যাডভাইজারি গ্রুপের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা,  সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, লালসা চাকমা প্রমুখ। বক্তারা রাজনীতিতে নারীদের অংশগ্রহন বাড়ানোর ক্ষেত্রে সবার দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সব ধরনের সহিংসতা বিরুদ্ধে না বলার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত