রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বুধবার জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবারে প্রতি ৩০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্পের সুবিধাভোগী কর্তৃক গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাছাইকৃত ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে রাঙামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার, মঘাইছড়িতে ৩১ পরিবার মোট ৫টি গ্রামের ৪২৭ পরিবারকে ১৪টি ব্যাচে প্রশিক্ষন দেওয়া হয়। জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে গবাদি প্রাণী পালন ও রোগ বালাই দমন বিষয়ে এ প্রশিক্ষণ দিয়েছে। ৩ জানুয়ারি থেকে শুরু হয়। বুধবার প্রশিক্ষণ শেষে হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবারে প্রতি ৩০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সিডিসি সদস্য, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ইউনিটের কর্মকর্তা, কর্মচারী, যুব স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রেস বার্তায় আরো বলা হয়, প্রশিক্ষণ গ্রহনের ফলে গ্রামবাসীগণ গবাদি প্রাণীর জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা, বিভিন্ন রোগ ও তার প্রতিকার (তরকা, গলাফুলা, ক্ষুরা, ফেট ফুলা, কৃমি, নিমোনিয়া, যক্ষা, জলাতংক, পিপিআর, স্বর্দি ও জ্বর) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ, বাচ্চার যত্ন ও লালন পালন পদ্ধতি, মোটা তাজা করন প্রযুক্তির গুরুত্ব ও ক্রয় নির্বাচনের বৈশিষ্ট, গবাদি প্রাণীর যত্ন ও খাদ্য ব্যবস্থাপনা, থাকার স্থান নির্মানের গুরুত্ব ও পদ্ধতি, বাজারজাত করন পদ্ধতি, হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের গুরুত্ব, জাত পরিচিতি এবং সাধারন পরিচর্যা,যত্ন, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ পরিচিতি এবং প্রাথমিক চিকিৎসা (রাণীক্ষেত, গাম্বুরা, গুটি, ডাক প্লেগ) সংক্রামক রোগের টিকা পরিচিতি ও এর প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.