ব্যাটালিয়নের তিন সদস্য জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন প্রতিযোগিতায় ২৪টি স্বর্ণ,২৭টি রৌপ্য ৬টি তাম্র পদক অর্জন করায় সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন। বুধবার ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমান,ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল রাহাত নেওয়াজ সংবর্ধিতদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান ,জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ উর্ধ্বতন সামরিক কর্মকর্তা,নির্বাচিত জনপ্রতিনিধি,সংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরচুন ট্যুর ডি বাংলাদেশ ২০১৬ তে অংশ গ্রহন করে ব্যাটালিয়নের সদস্য মো: সিরাজুল ইসলাম চ্যাম্পিয়ন, সিপাহী রিপন কুমার বিশ্বাস প্রথম রানার আর্প হয়। ল্যান্স নায়েক নুর হোসেন কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেন। ব্যাটালিয়নের সংবর্ধিত তিন সদস্য জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিযোগিতায় ২৪টি স্বর্ণ,২৭টি রৌপ্য ৬টি তাম্র অর্জন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.