কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সাফল্য নষ্টের একটি অংশ পায়তারা চালাচ্ছে

Published: 26 Jan 2017   Thursday   

বৃহস্পতিবার কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের (সিবিএ) উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তামন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র ২০১৫ ও ২০১৬ সালে পর পর দু’বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎ কেন্দ্রের খেতাব অর্জন করেছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই শাখার একটি অংশ নানাভাবে পাঁয়তারা চালাচ্ছে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের সিবিএ সাধারণ সম্পাদক আবদুল ওহাব। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগের সিবিএ সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি আমিন সিদ্দিকি, কয়েজ আহাম্মদ, যুগ্ম সম্পাদক বদরুল আলম জিপু, এরশাদুল কবির চৌধুরী, মোফাজ্জল হোসেন, সিবিএ নেতা আলী আজম খান, আলী আজগর, খোকন চৌধুরী, ইব্রাহিম খলিল, মশিউর রহমান সোহেল, শাহ আলম, মঈনুল হক সুমন, আ’লীগ নেতা খালেকুন্নুর সিকদার, মোঃ সেলিম, জেটি ঠিকাদার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিবিএ সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, এ চক্রটি শ্রমিক লীগের নাম ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের সুষ্ঠু পরিবেশকে নষ্ট কারর উদ্দেশ্যে স্বনামে বেনামে উর্ধ্বতন মহলে বিভিন্ন অভিযোগ করে আসছে। পাশাপাশি এরা স্থানীয় বিভিন্ন পত্রিকায় বিদ্যুৎ কেন্দ্র ও তার সম্পর্কে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করে শ্রমিক কর্মচারীদের মধ্যে তিক্ততা সৃষ্টি সহ তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কাজে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা প্রকৌশলী আবদুল লতিফ বলেন, কাপ্তাই একটি শান্তিপ্রিয় জায়গা। এখানে যারা অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাদেরকে এর দায় দায়িত্ব বহন করতে হবে।


এদিকে, এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের অপর অংশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তারা বিদ্যুৎ শ্রমিক লীগের একটি অংশ। সিবিএ নির্বাচনেও তারা অংশ গ্রহন করেছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত