রোববার রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিঃ এ সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলছে। নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। শ্রমিক সংগঠনগুলো হল-কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ, এমপ্লয়ীজ ইউনিয়ন ও ওয়ার্কাস ইউনিয়ন। ৭১২জন শ্রমিক-কর্মচারী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সিবিএ নির্বাচিত করবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মিলের জিএম (প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.