নানিয়ারচর ও মহালছড়ি উপজেলায় রোববার অবরোধ ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদ

Published: 28 Jan 2017   Saturday   

নানিয়ারচর ও মহালছড়ি উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা  অবরোধ ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মহালছড়িতে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম শেষে এই অবরোধ ডাকা হয়েছে।                                                   

 

শনিবার পার্বত্য নাগরিক পরি দের দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়,  শনিবার পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া খাগড়াছড়ি পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে ট্রাকে আগুন দেয়ার ঘটনস্থল পরিদর্শন করেন। পরে মহালছড়ি বাজারে ও মাইচছড়ি বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।। এতে বক্তব্যে রাখেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া,মাইন উদ্দিন,মাসুম রানা,মোস্তফা কামাল,জাহিদ,রোবেল,জহুরুল প্রমুখ।

 

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া অভিযোগ করে বলেন, গেল ১আগষ্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাস হওয়ার পর থেকেই গোটা পার্বত্য চট্রগ্রামে চলছে বাঙালিদের উপর বিভিন্ন ধরনের নির্মম অত্যাচার,জুলুম আর নির্যাতন। তারই ধারাবাহিকতায় গেল সোমবার মহালছড়ি বাঙালি ব্যাবসায়িদের থেকে চাঁদা না পেয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির চোংড়াছড়িতে দুর্বৃত্তরা মালভর্তি দুইটি ট্রাকসহ আগুনে পুড়ে সম্পূর্ণ মালামাল ভস্মিভূত করে ধ্বংস করেছে দিয়েছে কোটি টাকার সম্পদ।

 

তিনি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ বাতিলের দাবীসহ মহালছড়িতে ট্রাকে আগুন দেয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে রোববার মহালছড়ি ও নানিয়ারচরে সকাল-সন্ধ্যা অবরোধ  পালনের ঘোষনা  দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত