খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদ এর ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
উল্লেখ্য, গেল ২৩ জানুয়ারী নানিয়ারচর উপজেলার রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ির কাঠালতলী এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদ নানিয়ারচর ও মহালছড়িতে সকাল সন্ধ্যা এ অবরোধের ডাক দেয়।
পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদ এর ডাকা মহালছড়িতে সকাল থেকে অবরোধ সমর্থনকারী পিকেটারেরা বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে। দুরপাল্লার কিংবা স্থানীয় কোন যানবাহন চলাচল করেনি। তবে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন শৃংখলা রক্ষার্থে পুলিশের টহল জোরদার ছিল।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী জানান, অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহালছড়ির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.