রাঙামাটিতে যুব হেডম্যান কার্বারীদের তিন দিন ব্যাপী কর্মশালা

Published: 30 Jan 2017   Monday   

সোমবার থেকে রাঙামাটিতে যুব হেডম্যান ও কার্বারীদের নিয়ে তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

 

সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা সম্মেলন কক্ষে  আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। এসময় চাকমা রাণী য়েন য়েন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি শক্তিপদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, আইনজীবী ভবতোষ দেওয়ান, নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, কর্মশালায় কর্মশালায় তরুণ হেডম্যান মনু মারমাকে আহবায়ক করে সিএইচটি ইয়ুথ হেডম্যান কার্বারী নেটওয়ার্কের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান চাকমা রাজা দেবাশীষ রায়।

 

কর্মশালায় বক্তারা আদিবাসীদের ভুমি, সংস্কৃতি অধিকারে ও আদিবাসী সমাজ ব্যবস্থায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমানভাবে বন্টনের গুরুত্বারোপ করেন। পাশাপাশি বক্তারা ভুমির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভুমি বিষয়ক  জাতীয়, প্রথাগত ও আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা অর্জন করারও আহ্বান জানান।

 

বক্তারা বলেন,পরিবেশ রক্ষায় যুব সমাজকে আরো দায়িত্বশীল হতে হবে। প্রথাগত প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের আরো দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মকে পড়াশুনার প্রতি মনোনিবেশ হয়ে শিক্ষায় শিক্ষিত হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত