কেপিএমে`র সিবিএ নির্বাচন সম্পন্নঃ শ্রমিক কর্মচারী পরিষদ নির্বাচিত

Published: 30 Jan 2017   Monday   

সোমবার কাপ্তাই চন্দ্রঘোনা কেপিএমে সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিক কর্মচারী পরিষদ সিবিএ নির্বাচিত হয়েছে।

 

শ্রমিক কর্মচারী পরিষদ (রেজি নং ২৬২১) এবং এমপ¬য়ীজ ইউনিয়ন (রেজি নং ০৮) নির্বাচনে অংশ গ্রহন করেন। ওয়ার্কাস ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহন করেনি।  সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত শান্তিপুর্নভাবে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৬১২ ভোটারের মধ্যে ৬৯৭ জন ভোট প্রদান করে। এর মধ্যে ৬টি ভোট নষ্ট হয়েছে। ভোট কেন্দ্রে বিজিবি, উপজেলা  প্রশাসন, পুলিশ, রাঙামাটি জেলা প্রশাসন ও চট্টগ্রাম শ্রম দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ভোট গ্রহন শেষে বিজয়ী দলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মোক্তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মিলের উন্নতিকল্পে তারা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে কাজ করবেন। কেউ বিশৃংখলা সৃৃষ্টির চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত