খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলে অগ্নিসংযোগঃ দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া

Published: 31 Jan 2017   Tuesday   

খাগড়াছড়িতে মঙ্গলবার দুই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ী ও বাঙ্গালী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটেছে। তবে এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদ একে অপরকে দায়ী করেছে।


স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক ছাত্রীকে ইভটিজিং করায় ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ী ছাত্রদের সাথে বাঙ্গালী ছাত্রদের মধ্যে গেল সোমবার থেকে মনমালিন্য চলছিল। এ খবর শোনার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এসএম মাসুম রানা বিষয়টি সমাধান করার জন্য গেলে উপজেলা দোকানে পার্শ্বে রাখা দুর্বৃত্তরা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিলে সম্পুর্ণ পুড়ে যায়।

 

পরে উত্তেজিত হয়ে বাজারের দিক থেকে আসা এক পাহাড়ীর মোটর সাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটি সম্পুর্ণ পুড়ে যায়। এ সময় পাহাড়ী এবং বাঙ্গালী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বৃদ্ধি করা করেছে প্রশাসন ।


এদিকে, ঘটনার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ-সমাবেশ করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহজল ইসলাম সজল, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদলিপি:
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছে, গেল ৩০ জানুয়ারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক পাহাড়ি ছাত্রীকে এক বাঙালী ছাত্র ইভটিজিং করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্রীটি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয় প্রেস বার্তায়। পরে পৌর কাউন্সিলর মাসুম ও মাঈনুদ্দীন অন্যান্যদের উত্তেজিত করে কলেজের সাধারণ পাহাড়ি ছাত্রদের উপর হামলা চালায়। এতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় ৮ থেকে ১০ জন আহত হয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ পাহাড়ি ছাত্রছাত্রীদের উপর হামলার উস্কানিদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত