বরকলে দুটি ট্রলার বোটে সংর্ঘষে আহত ৩

Published: 02 Feb 2017   Thursday   

 বরকল উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নের তাগলকছড়া এলাকায় গেল বুধবার দুটি ট্রলার বোটের মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর  আহত হয়েছেন। আহতরা হলেন, তাগলকছড়া গ্রামের যাত্রা মোহন চাকমা (৫৫) তার স্ত্রী বাদিমিলা চাকমা (৪৫) ও উলুছড়ি গ্রামের মঙ্গল কান্তি চাকমার স্ত্রী জিতা চাকমা (২২)। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়।

 

উপজেলার বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা জানান,গেল বুধবার তাগলকছড়া এলাকায় দুটি দেশীয় ট্রলার বোটের মুখোমুখি সংর্ঘষে ৩জন গুরুতরভাবে আহত  হয়েছেন। আহতদের মধ্যে বাদিমিলা চাকমা ও জিতা চাকমার অবস্থা সংকটাপন্ন। তারা এখনো কথা বলতে পারছেন না। বর্তমানে তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত