বরকলে সালিশে দু’পক্ষের মধ্যে মারামারিতে এক ইউপি চেয়ারম্যান আহতঃ আটক ৬

Published: 02 Feb 2017   Thursday   

নারী নির্যাতন মামলার বিচার নিয়ে সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে মারামারিতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহত হয়েছেন। আহত চেয়ারম্যানের নাম মামুনুর রশিদ মামুন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।  বৃহষ্পতিবার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া বাজারের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামীলিগের সভাপতি নজরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি দুলাল মেম্বার জানান-,ভূষণছড়া এলাকার বাসিন্দা মোঃ খালেকের বড় ছেলে লিটনের স্ত্রী আসমা বেগম (২০) স্বামী লিটনের বিরুদ্ধে গত বছর ব্ল্যাস্টের মাধ্যমে ম্যাজিষ্ট্রেট আদালতে নারী নির্যাতন মামলা করে। ওই মামলার তদন্তের দায়িত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান তদন্ত প্রতিবেদন পাঠানোর পরে খালেক ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমার কাছে সুষ্ঠ বিচারের দাবী জানান। তার দাবীর প্রেক্ষিতে সুবির কুমার চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে সমাধানের জন্য দায়িত্ব দেন। বৃহষ্পতিবার সকাল ৮টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দু পক্ষকে সালিশ বৈঠকে ডাকেন।

 

 

সালিশ বৈঠকে খালেকের সাথে মামুনের কথা কাটা কাটির এক পর্যায়ে চেয়ারম্যান মামুন খালেককে মারধর করে। পরে খালেক তার আত্মীয় স্বজন ও ছেলেদের সংবাদ দিলে তারা গিয়ে চেয়ারম্যান মামুনকে মারধর করে। এতে চেয়ারম্যান মামুন মাথায় ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পড়েন। তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার আত্মীয় স্বজন ও দলীয় কর্মীরা রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

 

লিটনের স্ত্রী আসমা বেগম জানান,গেল বছর আগষ্ট মাসে তার স্বামী লিটনের বিরুদ্ধে ব্ল্যাস্টের মাধ্যমে নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় কয়েক দফা বিচার সালিশ হলেও তাকে বাড়িতে নেয়ার পক্ষে নয় স্বামী লিটন ও শশুড় খালেক। বাড়িতে গেলে যৌতুকের টাকা দাবী করেন তারা।  তার গরীব বাবার পক্ষে টাকা দেয়া সম্ভব নয়। গেল ৫মাস ধরে এক কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে কষ্টে দিনাতিপাত করছেন। বৃহষ্পতিবার সকালে চেয়ারম্যান স্বামী স্ত্রীর মধ্যে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক ডাকেন। ওই সালিশে স্বামী লিটন ও শশুড় খালেককে তাকে বাড়িতে নেয়ার জন্য চাপ দিলে স্বামী লিটন ও শশুড় খালেক লাঠি দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করেন। এতে চেয়ারম্যান অজ্ঞান হয়ে পড়েন বলে তার দাবী।

 

এদিকে, এদিকে রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনকে মারধরের অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,  ভূষণছড়া ইউনিয়ন আওয়ামীলিগের কোষাধ্যক্ষ খালেক (৬০) খালেকের শ্যালক মোজাম্মেল (৪৫) বড় ছেলে লিটন (২৫) ছেলে রিপন (২২) ছেলে খোকন (২০) ও ছেলে শিপন (১৮)।

বরকল থানার এস আই রমিজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত