মহালছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Published: 02 Feb 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

মহালছড়ি জোন সদরে সকল সম্প্রদায়ের দু:স্থ ও গরীব শীতার্থ দুই শতাধিক পরিবারের মাঝে শীতের কাপড় কম্বল ও স্যুয়েটার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ূন কবির পিএসসি ও নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মোহাম্মদ আবদুল্যাহ জুনায়েদসহ  জোনের অন্যান্য সেনা কর্মকর্তারা। 

 

শীত বস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ুন কবির বলেন, সেনা বাহিনী শান্তিশৃংখলা ও নিরাপত্তার পাশাপাশি জনগণের সেবা প্রদান করে আসছে। শান্তি ও  সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জাতি, ধর্ম ও বর্ণ নির্বি শেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত