খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৮

Published: 03 Feb 2017   Friday   

খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আলুটিলা বৌদ্ধ বিহারী এলাকায় পাথরবাহী ট্টাকের চাপায় নারী ও শিশুসহ ৭ পথচারী নিহত ও আহত হয়েছে শিশুসহ অনন্ত পক্ষে ১২ জন। শুক্রবার সকাল ১১টায় এ ঘটনা ঘটেছে। নিহত ও আহতরা সবাই আলুটিলার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

 

এদিকে, পুলিশ ঘাতক ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আলুটিলা পর্যটন এলাকার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ছিল। সকাল ১১টার দিকে অনুষ্ঠনের যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় আলুটিলা এলাকায় পৌছলে পাথর বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১ ৩৮০০) চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত এবং শিশুসহ অনন্ত ১২ জন আহত হন।

 

নিহতরা হলেন,উনুচু মারমা (১৫), পুনু মারমা (১৮), নেমরা মারমা (৪০), সাথোয়াইপ্রু মারমা (১৫), টুনটুনি মারমা (৬), অংক্যচিং মারমা (১৮) ও উক্রাচিং মারমা (৫)। আহতরা হলেন,উমেচিং মারমা(৩০), ববি মারমা(৩০) সুকেশ ত্রিপুরা(১৬),চিংম্রাউ মারমা(১৫) ম্রানাউ মারমা(২৫)চিংকি ওলা মারমা(৮),জনি মারমা(২৮)রনি মারমা(৩০) ও বাকীদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহদের মধ্যে ববি মারমা, চিংকিওলা মারমা ও রনি মারমা-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলাজুড়ে শোকের ছায়া মেনে এসেছে।

 

নিহতদের মধ্যে উচুনু মারমা ২০১৭ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল। এ ঘটনায় ট্টাক চালক মোঃ সুমন আটক করেছে পুলিশ।


এদিকে,আহদের মধ্যে ববি মারমা, চিংকিওলা মারমা ও রনি মারমা-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ববি মারমা মারা গেছে বলে জানা গেছে।

 

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।


খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম ভূইয়া জানান, ঘটনা শুনার সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে যায় এবং এলাকাবাসীসহ সকলের সহযোগিতায় আহত ও নিহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।


মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত