খাগড়াছড়িতে ট্রাক চাপা নিহতের ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবী ইউপিডিএফের

Published: 03 Feb 2017   Friday   
no

no

খাগড়াছড়ির আলুটিলায় এক বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়ায় আগতদের ট্রাক চাপা দেয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিহিত করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি জানানো হয়েছে। 


উল্লেখ্য, শুক্রবার আলুটিলার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক চাপা দেয়। এতে নারী ও শিশুসহ ৭ পথচারী নিহত ও আহত হন শিশুসহ অনন্ত পক্ষে ১২ জন।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় স্থানীয় প্রশাসন এ হত্যাকান্ডের দায় এড়াতে পারে না উল্লেখ করে বলা হয়, প্রয়াত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যোষ্টিক্রিয়ায় হাজার হাজার লোকের সমাগম ঘটলেও প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে চালকরা গাড়ির গতি সীমিত না করে জনসমাগমপূর্ণ স্থানে পূর্বের গতিতে গাড়ি চালাতে সক্ষম হয়েছে।


প্রেস বার্তায় ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন, আহতদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু আরোগ্য কামনা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত