খাগড়াছড়িতে ট্রাক চাপায় চৌংড়াছড়ি গ্রামের ৬জনের মৃত্যুঃ গ্রামে শোকের মাতম

Published: 03 Feb 2017   Friday   

শুক্রবার খাগড়াছড়ির আলুটিলা ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত চন্দ্র মনি মহাস্থবির-এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ট্রাক চাপায় ঘটনাস্থলে মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গ্রামের একই পরিবারের ৩জন ও শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

পরে আরো গুরুতর অবস্থায় আহত ববি মারমা (১৩) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার তার মৃত্যু হয়। এ নিয়ে একই গ্রামের ৬জনের মৃত্যুতে পুরো এখন শোকের মাতম। 

 

একই গ্রামের নিহতরা হলেন, মং মারমার ছেলে ও এবারের এস,এস,সি পরীক্ষার্থী উচানু মারমা (১৭), মংক্র মারমার ছেলে ও এস,এস,সি পরীক্ষার্থী অংক্যচিং মারমা (১৭), চাইলাগ্য মারমার স্ত্রী নেই¤্রা মারমা, চাইলাগ্য মারমার বড় মেয়ে ও এবারের অস্টম শ্রেণীর ছাত্রী ববি মারমা (১৩), চাইলাগ্য মারমার ছোট মেয়ে এবারের প্রথম শ্রেণির ছাত্রী নুনু মারমা (৬), মমং মারমার মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মাটিং মারমা (৬) ।


এদিকে,এই মর্মান্তিক ঘটনায় চৌংড়াছড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একসাথে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হারিয়ে চাইলাগ্য মারমা বার বার মুর্ছা যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ির সদর হাসপাতাল থেকে লাশের ময়না তদন্ত শেষে গ্রামে লাশের গাড়িযোগে নিয়ে আসার সাথে সাথে আত্মীয় স্বজনের বুকফাটানো আহাজাড়িতে পুরো গ্রামের বাতাস ভারী হয়ে ওঠেছে। বিভিন্ন এলাকা থেকে দেখতে আসা শত শত আত্মীয় স্বজন ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন লাশ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউ। মর্মান্তিক এ ঘটনায় নিহত পরিবারকে শান্তনা দিতে এসে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। তিনি নিজেও চোখের জল ধরে রাখতে পারেননি।


মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী বলেন, পরিবারের সাথে আলোচনা করে লাশ একসাথে সামাজিক শ্বশানে দাফনের ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য যে, শুক্রবার সকালে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়ির আলুটিলাস্থ ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে আসা লোকজনের উপড় গাড়ি চাপা দিলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের খাগড়াছড়ি ও চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামের ৬জনের মৃত্যু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত