খাগড়াছড়িতে ট্রাকের চাপায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনই চৌংড়াছড়ি গ্রামেরঃ চোখের জলে শেষ বিদায়

Published: 04 Feb 2017   Saturday   

অতিথি পরায়ণতা আর উৎসব প্রিয়তার দিক থেকে ভিন্ন এক গ্রাম মহালছড়ি সদরের শতবর্ষী চোংড়াছড়ি গ্রাম।  অন্য দশটি দিনের সাথে যেনো কোনভাবেই মেলানো যাচ্ছিল না এই গ্রামের মানুষ জনকে।

 

শুক্রবার সকালে আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাক চাপায় নারী-শিশুসহ নিহত আট জনের ছয় জনই এই গ্রামের শিক্ষার্থী, শিশু আর নারী। এই গ্রামের মানুষ গেল অর্ধ-শতাব্দীতে এক সাথে শ্মশানে ছয় জনের দাহক্রিয়া দেখেনি সেখানকার স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে কয়েক হাজার নারী-পুরুষ চোংড়াছড়ি মহাশ্মশানে চোখের অশ্রুতে শেষ বিদায় জানান নিহতদের।

 

স্বজনদের বোবা কান্নায় নিথর-নির্বিকার চোংড়াছড়ি গ্রামের আকাশ-বাতাসও। এক এক করে তাজা দুটি স্কুল পড়ুয়া সস্তান আর প্রিয়তমা স্ত্রী হারানো চাইহ্লাগ্য মারমা যেনো নিরুদ্দেশ।

 

খাগড়াছড়ি জেলার অদূরে আলুটিলা পর্যটন এলাকায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে  যোগদান করতে গিয়ে শুক্রবার ট্রাকের চাপায় নারী-শিশুসহ ৮ জন নিহত জনের মধ্যে ৬ জন একই গ্রামের। এর মধ্যে একই পরিবোরের ৪জন। শনিবার দুপুর ২ টার দিকে মহালছড়ির চৌংড়াছড়ির গ্রামের মহাশ্বশানে এক সাথে ৬ জনের মৃত দেহ দাহ করা হয়।

 

এদিকে, শুক্রবার সন্ধ্যার দিকে লাশ গ্রামে পৌছলে শোকের ছায়া এলাকায় নেমে এসেছে এলাকায়। স্বজনদের আজাহারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। শনিবার সকাল থেকে চৌংড়াছড়িতে ভিড় করেন খাগড়াছড়ির বিভিন্ন এলাকার লোকজন। এক পলক দেখার দেখার জন্য হাজার হাজরে জনতা জমায়েত হন চৌংড়া ছড়ি গ্রামে। এত বড় দুঘর্টনা বা এতজনের লাশ জীবনে কখনো দেখেননি বলে জানালেন গ্রামবাসীরা।

 

চৌংড়াছড়ি গ্রামের প্রধান কারবারী সুইচিং মারমা ও নিহত নেই¤্রাউর শুশুর থৈইঅংগ্য মারমা বলেন, এই দেশে সড়ক দুঘর্টনার কোন বিচার নেই। চালক কেন হেলপারকে গাড়ী চালাতে দেয়। আসল ড্রাইভার গাড়ীটি চালাতে পারতো। তাহলে এই দুঘর্টনা ঘটতো না। এতজনের প্রাণ যেতো না। নেউ¤্রাই-দের ছিলো সুখের সংসার দ্ইু মেয়ে ববি মারমা ও টুনটুনি মারমা। স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে পাগল প্রায় চাইহ্লাগ্যা মারমা। চাইহ্লাগ্য মারমার বাড়ী মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি গ্রামে। বিয়ে করার পর থেকে তিনি মহালছড়ির চৌংড়াছড়িতে বসবাস করছেন।  তিনি কান্নায় জড়িত কন্ঠে বলেন আমার আর কিছুই রইল না।

 

গ্রামের অনেকে জানান কাকে কি বলে সান্তনা দেবো। অনেকে জানান তারা চান আর যেন কারো প্রাণ এভাবে অকালে চলে না যায়।

 

এদিকে, শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সদস্য জুয়েল চাকমা চৌংড়া ছড়ি গ্রামের যান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।  জেলা পরিষদের পক্ষ থেকে নিহতদের দাহ ক্রিয়া সম্পন্ন করার জন্য নগদ ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। পরে আরো অনুদান দেওয়ার আশ্বাস দেন  জেলা পরিষদ  চেয়ারম্যান।

 

এদিকে নিহতের আত্মার শান্তি ও মঙ্গল কামনা শনিবার সন্ধ্যা ৭টা খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জলন করে খাগড়াছড়ির সর্বস্তরের জনগন।

 

উল্লেখ্য গেল শুক্রবার আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হন ৮ জন। এর মধ্যে মহালছড়ি চৌংড়া ছড়ি এলাকার ৬ জন এদের মধ্যে আবার একই পরিবারের তিন জন নেই¤্রাউ মারমা(৩৮) ও তার দুই মেয়ে ববি মারমা(১৫) ও নুনু মারমা টুনটুনি(৬) এবং নেই¤্রাউ মারমা আপন ভাগিনী উক্রাচিং মারমা(মার্থিন)(৬) আর বাকী উচনু মারমা(১৮) আংক্যচিং মারমা(১৮) একই এলাকার এবার এসএসসি পরীক্ষার্থী। ৬ জনের লাশ এলাকায় পৌছলে শোকে কাতর হন এলাকাবাসী। পরিবারের স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে শোকে কাতর চাইহ্লাপ্রু মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত