কেপিএম থেকে আরও ২৩০ জন শ্রমিক,কর্মচারী ও কর্মকর্তাকে বদলী

Published: 04 Feb 2017   Saturday   

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস(কেপিএম) থেকে আবারও ২৩০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাকে বিসিআইসির আওয়াতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বদলী করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৫৬০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাকে বদলী করা হল।

 

জানা যায়, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম থেকে আবারও ২৩০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাকে বিসিআইসির আওয়াতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বদলী করা হয়েছে।  গেল  ৩০ জানুয়ারী থেকে ২ ফ্রেব্রয়ারী পর্যন্ত ৩ দফায় মুহাম্মদ আনওয়ারুর রশীদ, মোঃ মামুনুল, এ্যাসিসটেন্ট টিফ অব পার্সোনাল অফিসার, মোঃ ফখরুল আলম, উপ কর্মচারী প্রধান-মান-১, বিসিআইসি স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। এসব শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণকে চট্টগ্রামস্থ সিইউএফএল, টিএসপিসিএল, সিসিসিএল, এএফসিসিএল, বি বাড়ীয়া, এসএফসিএল, সিলেট, পিইউএফএফএল, পলাশ, ইউএফএফএল, আশুগঞ্জ, জেএফসিএল, তারাকান্দি জামালপুরে বদলী করা হয়। বর্তমানে এ বদলীর আগে পর্যন্ত কেপিএমে সর্বমোট শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা ছিলেন ৯৫৫ জন।

 

 উল্লেখ্য কেপিএমের আর্থিক অবস্থা বিবেচনা করে সংস্থার স্বার্থে ২০১৬ সালের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত ৩৩০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাকে বদলী করা হয়েছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত