বরকলে গাজাসহ একব্যক্তি আটক

Published: 04 Feb 2017   Saturday   

রাঙামাটির বরকল উপজেলা সদরের বাজার এলাকা থেকে শনিবার গাজাসহ মোহাম্মদ আব্দুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি’র সদস্যরা।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, আটক মোহাম্মদ আব্দুল ঝালমুড়ি বিক্রেতা সেজে দীর্ঘদিন ধরে গাজা বিক্রি করে আসছিল। এলাকার উঠতি বয়সী তরুণ ও স্কুল শিক্ষার্থীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করত।  এতে  তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বরকলের কয়েকজন অভিভাবক ও সচেতন যুবক বিষয়টি বরকল বিজিবির গোয়েন্দাদের নজরে আনে।

 

অভিযোগের পর শনিবার বরকল উপজেলা সদরের বাজার এলাকা থেকে গোয়েন্দরা মোহাম্মদ আব্দুলকে গাজাসহ আটক করে। পরে তাকে বরকল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

বরকল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রমিজ আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আব্দুলের কাছে দুই পটলা গাজা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত