বান্দরবানে পাড়া প্রধানকে অপহরনের অভিযোগ

Published: 04 Feb 2017   Saturday   

বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে। গেল শুক্রবার রাত নয়টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তাকে অপহরণ করে।  তাকে উদ্ধারের জন্য  যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।

 

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় আওয়ালীগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)কে দায়ী করেছে। তবে এ ঘটনার সাথে জড়িথ থাকার কথা অস্বীকার করেছে  পিসিজেএসএস।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গেল শুক্রবার রাত নয়টার দিকে বান্দরবান রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাঘমারা ভেতর পাড়ার মুশৈথুই মারমা (৫৮) কার্বারী (পাড়া প্রধান) বাড়ি ঘিরে ফেলে একদল দুর্বৃত্ত। এসময় ঘর থেকে ডেকে নিয়ে আসে দুর্বৃত্তদের এক সদস্য। এরপর সদস্য অস্ত্রের মুখে তাকে অপহরণ করে পাহাড়ি এলাকা জঙ্গলের ভেতরে নিয়ে যায়। কারা তাকে অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি এখনো।  অপহৃত ব্যক্তি নোয়াপতং ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগ কমিটির সদস্য।

 

এদিকে অপহরণের ঘটনা জানাজানি হলে শনিবার ভোররাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এলাকার আশপাশে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন মনে করে থোয়াইচিং উ মারমা (৪২) নামের একজনকে আটক করা হয়।

 

তার ছেলে ক্যসিংমং জানান,তার বাবা ঢাকার একটি দৈনিক পত্রিকার সঙ্গে স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত। এই ঘটনার সঙ্গে তার বাবা কোনোভাবেই জড়িত নন। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সন্দেহে নোয়াপতং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ক্যনুপ্রু মারমাকেও (৪৫) আটক করা হয়েছে। তার স্ত্রী মেলুংমা মারমার দাবি করেছেন তার স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত নন।

 

অপহৃতের স্ত্রী ক্যানুপ্রু মারমা জানান, রাতের দিকে একজন লোক তার স্বামীকে ডেকে নিয়ে ঘরের বাইরে বের করে। এ সময় তিনিও বের হন। বাইরে বের হওয়ার পর আরো চারজন লোককে তিনি দেখতে পান। বাড়ি থেকে কিছু দূরে কথা বলতে বলতে নিয়ে যায়। চোখের আড়াল হওয়ার পর তার স্বামী এখনো ফিরে আসেননি।

 

এদিকে এই ঘটনার সঙ্গে এখনো কেউ জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে আ’লীগ নেতাদের দাবি এই ঘটনার সঙ্গে পিসিজেএসএস জড়িত রয়েছে। জেলা আওয়ালীগের সভাপতি ক্য শৈ হ্লা জানান, জেএসএস এর আগেও ইউনিয়ন নির্বাচনের পর মংপ্রু মারমা নামে এক আ’লীগ নেতাকে অপহরণ করেছে। ওই নেতাকে এখনো পাওয়া যায়নি। এই অপহরণ ঘটনার সঙ্গেও জেএসএস জড়িত রয়েছে।

 

তবে এ অপহরণের ঘটনার সঙ্গে পিসিজেএসএস জড়িত নয় বলে দাবি করে  পিসিজেএসএস জেলা কমিটির সাধারণ সম্পাদক ক্যবা মারমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা দাবী করা হয়, এই ঘটনা সঙ্গে কারা জড়িত তা আ’লীগ নেতারা ভালো ভাবেই জানেন। পিসিজেএসএসকে দুর্বল করতে আ’লীগ নেতাদের এটি একটি কৌশল। স্থানীয় আ’লীগের নেতাদের এই ধরণের অপহরণ কৌশল থেকে বেরিয়ে আসা দরকার।     

 

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর আলী জানান, অস্ত্রের মুখে দুর্বৃত্তরা পাড়া প্রধানকে অপহরণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত