বান্দরবানের লামা উপজেলায় এক স্কুল ছাত্রীকে প্রেম প্রস্তাবে ব্যর্থ হয়ে মারধর করার অপরাধে মঙ্গলবার দুপুরে নয়ন ত্রিপুরা (১৮) নামে এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নয়ন ত্রিপুরা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়া এলাকার অজাহা ত্রিপুরার ছেলে।
অভিযোগে জানা যায়,গেল ৫থেকে ৬ মাস ধরে নয়ন ত্রিপুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয় ও প্রাইভেটে যাওয়ার সময় উত্ত্যাক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে স্কুল ছাক্রী বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে স্কুল ছাত্রী বখাটের প্রস্তাব গ্রহণ না করায় সে তাকে রাস্তার মধ্যে মারধর করে। এর পর আবার সে প্রেমের প্রস্তাব নিয়ে মেয়েটির বাড়িতে যায় এবং সেখানে মারধর করতে চাইলে এলাকাবাসি যুবকটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু মোবাইল কোর্ট আদালতের মাধ্যমে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি, প্রেমের প্রস্তাব ও হাত ধরে টানাটানি করায় দঃবিঃ ১৮৬০ এর ৫০৯ ধারায় বখাটে যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.