অবৈধ জাঁক অপসারনে কাপ্তাই হ্রদের বিভিন্ন অংশে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন।অভিযানে ৫টি অবৈধ জাঁক অপসারন, জাঁক থেকে মৎস্য আহরনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা নগদ জরিমানাসহ কেচকি জাল ও একটি কাঠের নৌকা জব্ধ করা হয়েছে।
বিএফডিসি তত্বাবধানে এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক। এসময় বিএফডিসি সহকারী ব্যবস্তাপক মাসুদ আলমসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ৫টি অবৈধ জাঁক অপসারন করা হয় এবং জাঁক থেকে মৎস্য আহরনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা নগদ জরিমানাসহ ১২০ মিটার কেচকি জাল ও একটি কাঠের নৌকা জব্ধ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.