খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতার বাড়ীতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী

Published: 10 Feb 2017   Friday   

খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের জামতলী এলাকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) নেতা প্রদীপন খীসার বাড়ীতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করেছে।

 

জানা যায়, বৃহষ্পতিবার রাতে যৌথবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের জামতলী এলাকার ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা প্রদীপন খীসার বাড়ীতে অভিযান চালায়।  বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্ষন্ত তার বাড়ীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৮০লাখ টাকাসহ চাঁদার রশিদ বই ও গুরুত্বপুর্ণ কাগজপত্র উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। 


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়ীতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে ৫ ঘণ্টা ধরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকাসহ চাঁদার রশিদ বই ও গুরুত্বপুর্ণ কাগজপত্র উদ্ধার করেছে। তবে অভিযানের সময় প্রদীপন খীসাকে বাড়িতে পাওয়া যায়নি।


এদিকে, শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করেছেন,বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আইন-শৃংখলা বাহিনীর একটি দল খাগড়াছড়ি সদরের পেরাছড়াস্থ জামতলীতে ইউপিডিএফ নেতা প্রদীপন খীসার বাড়িতে তল্লাশির নামে জিনিসপত্র এলোপাথারি ছড়িয়ে তছনছ ও ভাঙচুর করেছে। আলুটিলায় ট্রাকের চাপায় নিহতদের পরিবার ও আহতদের সহায়তাসহ বিভিন্ন সময় সেবামূলক খাতে প্রদানের লক্ষ্যে সংগৃহীত ৮০ লক্ষাধিক টাকাও নিয়ে গেছে। অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার কারণে বাড়িতে প্রদীপন খীসা উপস্থিত ছিলেন না বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় খাগড়াছড়ির নারাঙহিয়াস্থ পার্টি হাউজ থেকে ছিনতাইকৃত হিল উইমেন্স ফেডারেশনের অর্থ, সংগঠনের মালামাল এবং জামতলীর বাসায় গচ্ছিত গণচাঁদা ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত