মঙ্গলবার খাগাড়ছড়ির পানছড়ি উপজেলার নাপিতাপাড়া থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলেন সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (২৬) ও সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২)।আটক আটককৃতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সদস্য বলে জানা গেছে।
যৌথ বাহিনীর সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার খাগড়াছড়ি ব্রিগেডের জি.টু মেজর মোজাহিদুল ইসলাম এসজিপি‘র নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সোমাবার রাত ১টা-থেকে ভোর ৬টা পর্যন্ত ৫ঘন্টা অভিযান পরিচালনা করেন। অভিযানে সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে তাপিতাপাড়া গ্রামের বাসিন্দা ও রাঙামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ‘র সামরিক শাখার দায়িত্বরত দ্বিতীয় কমান্ড সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা, পিতা বিনয় কিশোর চাকমা ও পুজগাং এলাকার সাবেক সূর্য মোহন কার্বারীপাড়া বর্তমানে নাপিতাপাড়া এলাকার বাসিন্দা সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা, পিতা বিমল চন্দ্র চাকমা‘কে আটক করে । তাদের কাছ থেকে ১টি অটো পিস্তল ও ৩রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২রাউন্ড গুলি, সামরিক বাহিনীর ১সেট পোশাক, ১টি টস লাইট উদ্ধার করা হয়।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ আঃ জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পানছড়ি থানায় মামলা হয়েছে।
এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে ইউপিডিএফের দুই কর্মীকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরো দাবী করা হয়, গণসংযোগের কাজ সেরে এ দু’জন কর্মী রাতে পাশ্ববর্তী রনজিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে আইন-শৃংখলা বাহিনীর একটি দল পানছড়ি উপজেলার নাপিদা পাড়ায় হানা দিয়ে সুয়ান্ত চাকমা ও ভাগ্য চাকমা নামে দুই ইউপিডিএফ সদস্যকে আটক করে।
বিবৃতিতে অবিলম্বে আটক দুই ইউপিডিএফ কর্মীকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.