বাঘাইছড়ি পৌর নির্বাচনোত্তর সহিংসতায় বসতঘর ভাংচুর ও আহত ৩

Published: 19 Feb 2017   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনায় বসতঘর ভাংচুর ও ৩ জন আহত হয়েছেন।

 

অপরদিকে, পরাজিত  মেয়র প্রার্থী বাসা  থেকে বহিরাগত হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে হাজি পাড়ার মোড় ও চৌমহনী শাপলা চত্বরে ৪নং ওয়ার্ডের কাউন্সিলল প্রার্থী সঞ্জয় ধরের  লোকজনী  একই ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নুর আলমের সমর্থকদের বেদম মারধর করে। পরে দু’গ্রুপের মধ্যে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া। দাওয়া পাল্টা দাওয়ায় হাজি পাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) ও মোঃ ইদ্রিস (৩০) বটতলী হেডম্যান পাড়ার নতুন কাউন্সিলর নাজিম উদ্দিনের কর্মী আবদুল মারুফ(১৮)কে মারধর করে পরাজিত কাউন্সিলর প্রার্থী আজিজের লোকজন ।এই ঘটনায় আনোয়ার হোসেন,মোঃ ইদ্রিস ও আবদুল মারুফ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক বিজিবি ও পুলিশ ঘটনার পরিস্থিতিকে শান্ত করে। বর্তমানে পৌর এলাকায় বিজিবি ও পুলিশের টল জোরদার করা হয়েছে।

 

এদিকে, পরাজিত  মেয়র প্রার্থী বাসা  থেকে বহিরাগত হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আটক করেছে পুলিশ। আটকৃকতরা হলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ সজল ,আফজাল হোসেন,নুরুল ইসলাম,তাসরিফুল হোসেন,দেলোয়ার হোসেন,মোঃ ওসমান ও মোঃ রাকিবুর ইসলাম।

তবে পরাজিত মেয়র প্রার্থী আজিজুর রহমান আজিজ মুঠোফোনে জানান,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় হতে ৮-১০ জন শিক্ষার্থী সাজেক গিয়ে ছিল ওখান থেকে ফেরার পথে আমার বাসায় উঠে। পরে আমার বাসা থেকে ওই শিক্ষার্থীরা বিজিবি ক্যান্টিনে নাস্তা করার জন্য গেলে পুলিশ তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এক পর্যায়ে আমার বাসায় তল্লাসি চালায় বিজিবি ও পুলিশ। এ সময়ে বেড়াতে আসা ৭জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নির্বাচনী পরবর্তী আইন শৃংঙ্খলা বজায় থাকার লক্ষে পরাজিত মেয়র প্রার্থী আজিজুর রহমান আজিজের বাসা থেকে  চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত বহিরাগত হিসেবে ৭ শিক্ষার্থীকে আটক করে পুলিশ ও বিজিবি। আটককৃত ৭ শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মী  বলে জানা গেছে। তিনি আরো জানানএই আটকের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত