আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখা। এছাড়া এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হবে।
প্রেস বার্তায় বলা হয়, সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নের দাবিতে ২০০২ সালে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ১৬ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষামন্ত্রী এসএম ওসমান ফারুক এবং ২০০৩ সালে তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাছে স্মারকলিপি পেশ করলে তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দপ্তর থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপি কেন্দ্রীয় দপ্তরে চিঠি দেওয়া হলেও তারা বাস্তবায়ন করেনি। একই দাবিতে ২০০৯ সালে খাগড়াছড়িতে বিশাল ছাত্র সমাবেশ ও ২০১০ সালে ২০ ফেব্রুয়ারি তিন পার্বত্য জেলায় ক্লাস ধর্মঘট পালন করা হয় এবং দাবি বাস্তবায়ন না হাওয়া পর্যন্ত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা থেকে বিরত থাকার কর্মসূচী ঘোষণা করা হয় এবং তা যথা যথ ভাবে পালন করা হয়।
পিসিপি’র ধারাবাহিক আন্দোলনের ফলে সরকার ২০১৭ সালে ৫টি জাতিসত্তার (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও মুনিপুরী) ভাষায় প্রাক-প্রাথমিক লেভেল পর্যন্ত শিক্ষার কার্যক্রম চালু করে। সরকারের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে গত ২০১৬ সালে ২৪-২৫ আগস্ট দুই দিন ব্যাপী রাঙামাটিতে অনুষ্ঠিত পিসিপি’র ২০তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ২০১১ সালে ঘোষিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ থেকে বিরত থাকার কর্মসূচী প্রত্যাহার করা হয় এবং ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.