রাঙামাটিতে ভূয়া সাংবাদিকসহ ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

Published: 25 Feb 2017   Saturday   

রাঙামাটিতে ভুয়া সাংবাদিকসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  গেল শুক্রবার রাতে পরিচালিত অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয় বলে জানায়, কোতোয়ালি থানা পুলিশ।

 

পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শহরের কাঠালতলীর বাসিন্দা তীর্থ ঘোষ শরণ (২৯) ও দেবাশীষ নগর বাসিন্দা সুমন বড়ুয়াকে  (২৬) ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

একই রাতে মামলায় ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি মো. সুমনকে (২৬) এবং কলেজগেট এলাকা থেকে এক নন জিআর মামলার আসামি বাপ্পী রক্ষিতকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানিয়েছেন, তীর্থ ঘোষ শরণ দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে শহরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদে পাওয়া নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী সুমন বড়ুয়াসহ তীর্থ ঘোষ শরণকে হাতেনাতে আটক করতে সক্ষম হওয়া গেছে।

 

তিনি আরো জানান,পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে সাংবাদিক পরিচয় দিত তীর্থ ঘোষ শরণ। কিন্তু তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবাসহ নাম সর্বস্ব একটি অনলাইন পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ এর (খ) ধারায় থানায় (নম্বর-১৭, তারিখ- ২৪/০২/২০১৭ইং) মামলা দিয়ে শনিবার আদালতে চালান দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত