শনিবার রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা পরিষদ পরিষদ সম্মেলন কক্ষে বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র আকবার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা মাহামুদুর হক, মোঃ মিজানুর রহমান, তারিক আল হাসান লিওসহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার না করে কখনো সুষ্ঠ নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যতই জনপ্রিয় ও শক্তিশালী হোক অবৈধ অস্ত্রের কাছে পাহাড়ের মানুষ জিম্মি। তাই আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এখন থেকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস দমনে সরকারকে পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.