বাঘাইছড়িতে আটক চবি’র ছাত্রলীগের ৭ নেতাকর্মীর জামিনে মুক্ত

Published: 26 Feb 2017   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনোত্তর পুলিশের উপর হামলার চেষ্টার অভিযোগে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যল(চবি) শাখার ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে রোববার জামিন দিয়েছেন আদালত।


রাঙামাটি কোর্ট পরিদর্শক আজিজুল হক জানান, রোববার রাঙামাটির আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালতে আটক চবি’র ৭ নেতাকমীকে তোলা হয়। এসময় আসামী পক্ষের আইনজীবির জামিন শুনানি শেষে পুলিশ ৫দিনের রিমান্ড দাবী করলে তার নামঞ্জুর এবং ৮মার্চ ধার্য্যকৃত জামিনের শুনানী বাতিল করে তাদের জামিন দেন আদালত।


তিনি আরো জানান, সরকারি কাজে বাধা, রাস্তায় ব্যারিকেড দেয়া ও নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে আটক ৭ নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারী বাঘাইছড়ি থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।


উল্লেখ্য, গত ১৮ ফেব্রুারী বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আজিজুর রহমান পরাজিত হওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাতে পারে এমন খবর পেয়ে গত ১৯ ফেব্রুয়ারী বিজিবি ও পুলিশ আজিজুর রহমানের বাসায় অভিযান চালিয়ে চবি’র ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে আটক করে।

 

তবে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ দাবী করেছেন সাজেকের পর্যটনে ঘুরে আসার পর তার বাসায় বেড়াতে আসলে তাদেরকে পুলিশ আটক করে। এরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ সজল ,আফজাল হোসেন, নুর ইসলাম,তাসরিফুল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ ওসমান এবং মোঃ রাকিবুল ইসলাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত