রাঙামাটিতে ১৮ পিছ ইয়াবাসহ সাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেল রোববার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে শহরের আলম ডক এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাড়ীতে তল্লাশী চালিয়ে ১৮ পিছ ইয়াবাসহ সাজেদা বেগম আটক করা হয়। আটক মহিলার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক মহিলা মৃত আবুল কালামের স্ত্রী।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ সত্যতা স্বীকার করে জানান আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.