খাগড়াছড়িতে এক কলেজ ছাত্রীকে জবাই করে হত্যা

Published: 28 Feb 2017   Tuesday   

খাগড়াছড়িতে কলেজ পড়ুয়া এক ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইতি চাকমা(১৭)। গেল সোমবার রাত ১০টার দিকে শহরের শান্তি নগর আরামবাগ এলাকা থেকে ওই ছাত্রীর রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করা হয়। 

 

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত ইতি চাকমা খাগড়াছড়ি সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাড়ী দীঘিনালা উপজেলার ছনটিলা এলাকার আন্তরেন্দ্রীয় চাকমার ছোট মেয়ে।


নিহতের ভগ্নিপতি আটল চাকমা জানিয়েছেন, তার শালিকা ইতি চাকমা শহরের শান্তি নগরের আরামবাগ এলাকা বাসায় ছয় মাস ধরে বসবাস করে আসছে। সোমবার বিকালে তিনি বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা খোলা অবস্থায় রয়েছে। পরে ভেতরে গিয়ে দেখতে পান তার শালিকা ইতি চাকমার মতৃ দেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় উপর পড়ে রয়েছে। তিনি আরো জানান, তার স্ত্রী জোনাকী চাকমা দীঘিনালায় শিক্ষকতা করেন।


এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোঃ মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সালা উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ইতি চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত