রাঙামাটির ১০ গুনী ব্যক্তিকে সন্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি

Published: 28 Feb 2017   Tuesday   

আগামী বৃহস্পতিবার রাঙামাটির ১০জন গুনী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫ ও ২০১৬ প্রদান করা হবে। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ স্বীকৃতি স্বরূপ অন্যান্য বছরের ন্যায় এ বছরও দেওয়া হচ্ছে।


জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা জানান, এবারের ২০১৫এর সম্মননা প্রাপ্ত গুনীজদের মধ্যে রয়েছেন চারুকলায় রতিকান্ত তঞ্চঙ্গ্যা, যাত্রা শিল্পে নন্দ রাণী চাকমা, কন্ঠ সংগীতে ফনীন্দ্র লাল ত্রিপুরা, নৃত্যকলায় হুমায়ুন কবীর, যন্ত্র শিল্পে ধারশ মনি চাকমা ও ২০১৬এর সম্মননা প্রাপ্ত গুনীজনদের মধ্যে লোকসংস্কৃতিতে আনন্দলতা চাকমা, আবৃত্তিতে অঞ্জুলিকা খীসা, কন্ঠ সংগীতে অমর শান্তি চাকমা, নাট্যকলায় ঝিমিত ঝিমিত চাকমা ও যন্ত্র শিল্পে ঝুলন দত্ত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এম,পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত