খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 01 Mar 2017   Wednesday   

খাগড়াছড়িতে মেধাবী কলেজ ছাত্রী ইতি চাকমার হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সরকারী কলেজের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা ছাড়াও কলেজের সাধারন শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধন চলাকালে সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি আশিকা চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সাধার সম্পাদক উদয়ন ত্রিপুরা। বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি সুমিত্র চাকমা।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন, গুম, খুন, অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রামে ছবি মারমার হত্যা, কল্পনা চাকমার অপহরণসহ নির্যাতন,গুম,খুন,অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি না দেওয়ায় নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বেড়েছে।


বক্তারা অবিলম্বে ইতি চাকমার হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় ছাত্র সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।


উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি শহরের শান্তি নগরের আরামবাগ এলাকায় খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত