সুবলং ইউপি`র মাদক বিরোধী অভিযানে ২শ ৫০ লিটার মদ উদ্ধার

Published: 01 Mar 2017   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজার ও তার আশপাশের এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার ২শ ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার  করা হয়েছে।

 

জানা যায়, বুধবার সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমার নেতৃত্বে স্থানীয় যুবকদের নিয়ে সুবলং বাজার এলাকা ও তার আশপাশের এলাকায় বাড়ি বাড়ি তল্লাসী করা হয়।  এসময় ২শ ৫০ লিটার  দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ কাপ্তাই হ্রদে ফেলিয়ে দিয়ে নষ্ট করা হয়।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা (পরায়ন) জানান, দীর্ঘ সময় ধরে সুবলং বাজার ও তার আশে পাশের এলাকায় দেশীয় চোলাই মদের উৎপাদন ও বিকিকিনি বেড়েই চলেছে। এতে এলাকার শান্তি শৃঃখলা যেমনি অবনতি হচ্ছে তেমনি যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ব্যাপক হারে মাদকের নেশায় আসক্ত হচ্ছে। তাই ইউনিয়ন পরিষদ ও এলাকার মাদক বিরোধী যুবকদের নিয়ে এ অভিযান শুরু করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত