খাগড়াছড়িতে সাংবাদিক ও সুধী সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Published: 01 Mar 2017   Wednesday   

আবেগকে বন্ধী রেখেই জনগণের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম।

 

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা পেশাগত কাজে নিরাপত্তার পাশাপাশি সম্প্রীতি সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সুধী সমাজের পক্ষ থেকে চাঁদাবাজী বন্ধ, আসন্ন বৈসাবি ও বাংলা নববর্ষকে নির্বিগ্ন করতে প্রশাসনের প্রস্তুতি কামনা করেন।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সা: সম্পাদক আবু তাহের, ব্যবসায়ী হাজী মো: রফিক, পরিবহন নেতা এসএম শফি, সমাজকর্মী ধীমান খীসা এবং চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত