খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Published: 01 Mar 2017   Wednesday   

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে বুধবার বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানবন্থনে সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী ডনাই প্রæ নেলী, জেলা হিল ইউম্যান ফেডারেশনের সভানেত্রী শান্তি তঞ্চঙ্গ্যা, মারমা স্টুডেন্ট ফোরাম, ত্রিপুরা, ¤্রাে, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট এর সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে সমাবেশটি আবারও বিক্ষোভ মিছিলে রূপ নেয়। বিক্ষোভ মিছিলটি পুনরায় প্রধান প্রধান সড়ক ঘুরে রাজার মাঠে  গিয়ে শেষ হয়।

 

এর আগে বান্দরবানে পুরনো রাজবাড়ী মাঠে সমবেত হয় সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। সেখান থেকে খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শুরু  হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। সেখানে বিক্ষোভকারীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

সমাবেশে বক্তারা খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত